বাংলাদেশে ফেইসবুক বন্ধ কেন?
গতকাল ২৬শে মার্চ ২০২১ দুপুর থেকে ফেইসবুক চলছে না।আমি সারাদিন যাবৎ চেষ্টা করতেছি কিন্তু কাজ হচ্ছিল না।
- তাই ভাবলাম একটা ব্লগ আপনাদেরকে বানিয়ে দেই।কারণ অনেকেই হয়তো জানেন না এই সমস্যাটা কেনো হয়েছে বা এটা কিভাবে সমাধান করবেন।
আপনারা সবাই অবগত আছেন ২৬শে মার্চ ঢাকা বায়তুল মুকাররমের সামনে পরিস্থিতি খুব খারাপ ছিল,মুসলনরা মোদি বিরোধী আন্দোলন করেছিলো। মুলত ফেইসবুকে যেন কেউ কোন ধরনের অপপ্রচার করেতে না পারে এইজন্য ফেইসবুকের সার্ভারটা ইফ রেখেছে বাংলাদেশ থেকে। অন্যান্য কান্ট্রিতে কিন্তু ফেইসবুক চলতেছে।
বাংলাদেশের পরিস্থিতি এখন অনেক গরম।পরিস্থিতি কিছু স্বাভাবিক হলে ফেইসবুক অটোমেটিকেলি আনব্লক করে দিবে,আপনারা তখন ফেইসবুক ব্রাউজ করতে পারবেন।
এছাড়াও আরো অন্যান্য কারণে অনেক সময় ফেইসবুক ইউটিউব বন্ধ করে দেয়, সেই সময়ে আপনারা ভিপিএন ছাড়া ফেইসবুক চালাতে পারবেন না।আমি ভিপিএনের কারণে ফেইসবুকটা ব্রাউজ করতে পারতেছি।
আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। এখানে অনেকগুলা ভিপিএন আছে আপনারা যে কোন একটা ভিপিএন কানেক্ট করতে পারেন। তবে সুপার ভিপিএন টাও আমার অনেকটা ভালো লেগেছে আপনারাও এটা ইন্সটল করতে পারেন।
Thank you So much!
See you very soon!!


মন্তব্যসমূহ