বায়ার ইন্টারভিউ নেয় কিভাবে?
বিডি জবসে বা পেপারে যখন কোনো জবের বিজ্ঞাপন দেওয়া হয় তখন আমরা কী করি?
আমরা সেই বিজ্ঞাপন পড়ে ভালো লাগলে সেই জবে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাই। কোনো একটা পোস্টে একজন বা দুইজন লোক নিবে কিন্তু অনেকেই সেখানে সিভি পাঠায়। সেই কোম্পানী কিছু সিভি বাছাই করে তাদের ইন্টারভিউর জন্য ডাকে। তারপর একজন বা দুইজনকে নিয়োগ দেয়।
তেমনি আউটসোর্সিং সাইটেও যখন কোনো জব পোস্ট করা হয়, তখন অনেকেই আবেদন করে। তাদের মধ্য থেকে বায়ার কয়েকজনের ইন্টারভিউ নেয়। তারপর একজন বা দুইজনকে নিয়োগ (হায়ার) দেয় মানি কাজটি করতে দেয়। এই পক্রিয়াকেই বলে বিডিং বা বিড করে কাজ পাওয়া।
বায়ার আপনার কভার লেটার এবং প্রফাইল দেখে পছন্দ করলে আপনাকে মেসেজ দিয়ে ইন্টারভিউ নেবে। আপনিও মেসেজ দিয়ে উত্তর দেবেন। আপনাকে ওই সাইটেই (আপওয়ার্ক,ফ্রিলান্সার, ফাইভার বা অডেক্সetc.) মেসেজ দেবে যে আপনি আগে কখনো এ ধরনের কাজ করেছেন কি-না, কাজটি কতদিনে করতে পারবেন, কত ডলারের বিনিময়ে করে দেবেন ইত্যাদি। আপনিও ওই সাইটেই মেসেজ দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন(কোনো কোনো বায়ার স্কাইপির মাধ্যমে চ্যাট করতে চায়। তাই স্কাইপিতে (www.skype.com)একটা একাউন্ট খুলে নেবেন)।
বায়ারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তিনি কি চাচ্ছেন, কি কাজ করাবেন, আপনাকে নির্বাচন করলে তার প্রশ্নগুলো বুঝতে হবে। বায়ার যা বললো আপনাকে সবগুলো নোট করে রাখুন। মনে রাখতে হবে, কাজটি সম্পর্কে যত আগ্রহ দেখাবেন বায়ার ততটাই সন্তুষ্ট হবেন।
প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করুন।
আপনার অভিজ্ঞতাকে তুলে ধরুন।
পরিকল্পনা শেয়ার করুন।
পেমেন্ট ও ডেডলাইন সম্পর্কে বিস্তারিত জানান।
যোগাযোগের সময় জানিয়ে দিন এবং আপনার যা যা প্রয়োজন জেনে নিন।
তারপর আপনাকে পছন্দ হলে বায়ার জবটিতে আপনাকে হায়ার করবে।জবটি এক্টিভ হবে। তখন আপনার কাছে নোটিফিকেশন আসবে Your contract job Name started. ওই নোটিফিকেশনে ক্লিক করে কাজটি শুরু করবেন। মার্কেটপ্লেসগুলোতে মাঝেমধ্যে তাদের সেটিংস পরিবর্তন করে। কন্ট্রাক্ট পেইজগুলোতে কী লেখা আছে সেগুলো পড়ে নিজের মত করে কাজ করবেন।
আর মনে রাখবেন, প্রজেক্ট পাওয়া নিশ্চিত হোক কিংবা না হোক অবশ্যই আপনাকে বোঝাতে হবে আপনি কাজটি করতে আগ্রহী, জানাতে হবে আপনার দক্ষতা ও একাগ্রতার কথাও। নিজেকে প্রমাণ করতে হবে সব ভালো আউটপুট প্রদানকারী ফ্রিলান্সার হিসাবে।
না বলতে শিখুন!
হুমায়ুন আহমদের রাবেয়ার কথা মনে আছে আপনাদের? ঐ যে প্রতি বছরই প্রেগ্ন্যান্ট হয়ে যেত মেয়েটা! তাকে যখন জিজ্ঞাসা করা হত কি ব্যাপার? তুমি আবার প্রেগ্ন্যান্ট হলে কি করে?
'আমি কাওকে না করতে পারি না!'
ফ্রিলান্সার বন্ধুরা, এই হল না করতে পারার পরিণাম?;-


মন্তব্যসমূহ