চায়না সরকার ভাইরাস তৈরি করে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে।ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি!
অনেকের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে এই করোনা ভাইরাস কোথায় থেকে উৎপত্তি হয়েছে।ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জানেন,এই ভাইরাসের উৎপত্তি হয় চায়না থেকে। আমার তো মনে হচ্ছে এরকমই, চায়নারা নিজেই এই ভাইরাস টা তৈরি করে বিশ্বের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, কোন ভিত্তিতে এই অভিযোগটা তুলতেছেন।ইতিমধ্যে গণমাধ্যমে ১০৫টা দেশ মামলা করবে বলে চায়নার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক বছর আগেও আপনারা জানেন চায়নারা নকল করার জন্য তারা ১০০%এক্সপার্ট হয়ে উঠেছিল। নকল ডিম, নকল চাউল, নকল বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে,চায়নারা এমন কোন কাজ নাই যা তারা পারে না।
কিন্তু আরেকটি সন্দেহের ব্যাপার কি জানেন?
যেই মাত্র এই করোনাভাইরাস আতঙ্ক হয়েছে তাদের দেশে। কিছুদিন যাবার পরেই ওই দেশের সরকার ডিক্লেয়ার দিল, তাদের দেশে আর করোনা ভাইরাসের কোনো রোগী নাই। কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একের পরে এক ঢুকতে থাকে। কিন্তু একটা কথা লক্ষ্য করেছেন! তারাই কিন্তু এই মেডিসিন গুলো তৈরি করেছে।অন্য কোন বিশেষজ্ঞ বা বাইরের দেশের বড় বড় ডাক্তাররা কিন্তু ভাইরাসটার ঔষধ তৈরী করতে পারে নাই। তারাই এইটার নির্মল ঔষধ তৈরি করেছে। তাহলে এটার মধ্যে আপনাদের একটু সন্দেহ লাগে কি-না অবশ্যই কমেন্ট করে জানাবেন।১০৫টা রাষ্ট্রের মধ্যে ভোট মিটিং করে ইতিমধ্যে তারা ৫০%সফলতা পেয়েছে যে,এই ভাইরাস টা চীন তৈরি করেছে বলে জোর দাবি জানাচ্ছে।



মন্তব্যসমূহ