The first post of my new blog
সবাইকে আমার ওয়েবসাইটের প্রথম পোস্টে স্বাগতম!
আশা করি সবাই ভালো আছেন।
আজকে এই সাইটে আমার প্রথম টপিক হচ্ছে, জীবনে আপনি কিভাবে সফল হবেন।
হরিন এক লাফে ২৩ হাত যায়, আর বাঘ ২২ হাত,,,,,
তবুও হরিনটি বাঘের শীকারে পরিনত হয় 😰😰
কেন জানেন???
কারন হরিনটি ছুটবার সময় বার বার পিছনে তাকিয়ে দেখে বাঘটি পিছনে আছে কিনা; যার ফলে তার গতি কমে যায়।
কিন্তু বাঘটি অবিরাম তার সামনের লক্ষেই ছুটতে থাকে;এইতো আরেকটু গেলেই হরিনটাকে ধরে ফেলবো।
যার ফলে তার গতি আরো বেড়ে যায়।
এভাবেই একটা সময় বাঘটা তার লক্ষে পৌছে হরিনটিকে শিকার করে ফেলে।
,,,,,,,ঠিক তেমনি আপনার জিবনের লক্ষে পৌছানোর সময় অনেক বাধা আসতে পারে, কিন্তু পেছন ফেরে না তাকিয়ে সামনের লক্ষের দিকে এগিয়ে যাবেন, ইনশাআল্লাহ সাফল্য আপনার আসবেই…. 🙂



মন্তব্যসমূহ