ভুলেও ইনভেস্ট করবেন না বাইনানী ট্রেডিং সাইটগুলোতে



আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সাই বিষয়টি হচ্ছে অনলাইন ইনকাম।আমরা স্টুডেন্ট যারা আছি সবাই ইনকাম করতে চাই।আর এই বিষয়টি যখন আমরা ইউটিউবে সার্চ করি তখন অ্যাভেলেবল ভিডিও আমরা দেখতে পারি যে,কিভাবে অনলাইন থেকে আর্নিং করা যায়। কিছু সংখ্যক ভিডিও ছাড়া সবগুলোই বা বেশির ভাগ গুলোই ফেক।এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে binany.com নামে একটি সাইট।সবথেকে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এটি একটি জোয়ার মত।আপনি এইখানে যেই পরিমাণ টাকা ইনভেস্ট করবেন সেই পরিমাণ টাকাও আসবে না।প্রফিট কম আসবে।তার মানে কেউ যখন জুয়া খেলতে যায় বা ক্রিকেটে বাজি ধরে সেখানে কিন্তু সমান সমান অপশন থাকে।যা ইনভেস্ট করে জিতলে টাকা  ততটাই পায়।কিন্তু এইখানে আপনি জাস্ট ১ মিনিট অপেক্ষা করতে হবে। হয় টাকা যাবে না হয় আসবে।কিন্তু টাকা কি পরিমাণ আসবে?আপনি যা ইনভেস্ট করবেন,যদি হারেন তাহলে সব যাবে আর যদি জিতেন  তাহলে তারা ২০%বা২৮% কেটে নিয়ে বাকি টাকা দিবে।টাকা আসছে কম যাচ্ছে বেশি।তাহলে আপনি একবার ভাবুন টাকা যাবে ১০০০ আর আসলো ৮০০টাকা।যাই হোক এখানে আপনার লস এর সংখ্যাটাই বেশি থাকবে প্রফিট আসবে না।সবাই সব বড় বড় ইউটিউবাররা এখানে দেখাচ্ছে কিভাবে আর্নিং করতে হয় অনলাইন থেকে।কেউ বলছে 20000 টাকা কেউ বলছে 60000 টাকা কেউ বলছে এক লক্ষ টাকা আর্নিং করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে  এই বিষয়টি নিয়ে ডিসকাস করার জন্য আসছি যে,আসলেও কি এই সাইট থেকে আর্নিং করা যায়?না এটা থেকে আর্নিং করা যাচ্ছেনা, আর্নিং করতে গিয়ে আপনার আরো বেশি লস্ট  হচ্ছে। তো কেউ আসলে এই ভাবে খুলে বলে না,আমি সাধারনত আপনাদের বলে রাখছি যে,বড় বড় যারা  ইউটিউবার  যারা দেখাচ্ছে যে এখানে আর্নিং করা যায়। তারা এইখানে দেখানোর কারণ হচ্ছে, তারা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ।কোম্পানি থেকে তাদেরকে মোটা অংকের একটা কমিশন দেওয়া হয়।কমিশন পেয়ে তারা কোম্পানির গুণগান গাইতে থাকে। তারা ভিডিও তৈরি করবে কিভাবে আর্নিং করতে হয় এগুলো সবই তাদের সাজানো।এখানে অনলাইনে বলা হয় যে, আপনারা অ্যাড  দেখেন শিখে কাজ করতে আসবে। যদি এতটাই সহজ হতো তাহলে যারা দেখাচ্ছে তারা নিজেরাই এখানে কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করত।কিন্তু তারা এখান থেকে ইনকাম করছে না। কারণ তারা জানে যে,তারা যদি এইখানে টাকা ইনভেস্ট করে লস্ট খাবে।তো এইখানে মূলত হচ্ছে আপনি ট্রেডিং  করবেন।যেমনঃবিভিন্ন দেশের কারেন্সি নিয়ে আপনি ট্রেডিং করবেন।আইডিয়া করে আপ ডাউন করবেন। অনেকেই আসলে টাকা আর্নিং করার জন্য আসে।তারপরে দেখা যায় যে টাকা তো আর্নিং করতেই পারছেনা উল্টো যে টাকাগুলো সে ইনভেস্ট করেছে সে টাকাগুলোও লস্ট খেয়ে যাচ্ছে। আপনি জিতবেন না আমি এইটা বলছি না। আপনি জিতবেন কিন্তু একটা জিতবেন দুইটা হারবেন।পরে দেখা যাচ্ছে যে, আপনি সেই টাকা তুলার জন্য আরও ইনভেস্ট করতে থাকবেন।আরো ইনভেস্ট করতে থাকবেন।অবশেষে আপনি দেখবেন যে,আপনি লস্টেই আছেন। আর লাভ করতে পারছেন না।মুলত এই ট্রেডিং বিজনেসগুলো আগে ফরেক্সের মাধ্যমে হত।এগুলো আগে বিদেশে চলত।এখন বিদেশ থেকে স্টপ করে দিছে তাই এই কোম্পানিগুলো এখন এশিয়ার দিকে টার্গেট করেছে।এখন তাদের কাছ  থেকে এই কোম্পানিগুলো প্রফিট করছে লাভ করছে।আপনারা মানুষের কথায় এই কোম্পানি গুলোতে ইনভেস্ট না করে অনলাইনে যেখানে ইনভেস্ট ছাড়া আর্নিং করা যায় সেই সাইটগুলোতে কাজ করুন।আপনারা এই সাইটগুলোকে এড়িয়ে চলুন।

আমার মনে হলো যে, আমার ওয়েবসাইট থেকে আপনাদেরকে এটি বলা প্রয়োজন তাই আপনাদের সচেতন করার জন্য আমি এই কনটেন্ট তৈরি  করলাম।

thank you so much 
see you very soon ....   

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ