পূর্ববর্তীদের উপর সিয়াম বা রোযা ফরজের ইতিহাস (ব্লগ০১)
ইহুদীরা প্রতি সপ্তাহে শনিবার এবং বছরের মহররমের ১০ম তারিখে রোজা রাখত।
মুসা (আ.) তুর পাহাড়ে অবস্থানের ৪০ দিন রোজা পালনের নির্দেশ ছিল।
খ্রিষ্টানদের ৫০ দিন রোজা রাখার রেওয়াজ ছিল।
উচ্চবর্ণের হিন্দুরা একাদশী উপবাস পালন করে।
পৃথিবীতে মুসলমানদের মধ্যে প্রায় সকলেই সিয়াম পালন করে থাকেন। কিন্তু অনেকেই সিয়াম পালনের হুকুম-আহকাম কিংবা প্রয়োজনীয় মাসআলা মাসায়েল সম্পর্কে যথাযথভাবে অবগত নন। মুসলিম সমাজকে শরীয়তের বিধি-বিধান সম্পর্কে সচেতন এবং তা সহজে বুঝতে ও আমল করানোর জন্য আমরা নিরন্তরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যকে সামনে রেখে সিয়াম পালনকারীকে শরীয়তের বিধি-বিধান সম্পর্কিত বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারার জন্যেই আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই প্রথম ব্লগটি লিখলাম।
এইভাবে মাহে রমজানের প্রয়োজনীয় মাসআলা মাসায়েল সহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে কনটেন্টগুলো লিখব ইনশাল্লাহ।আশা করি আপনারা সাথে থাকবেন আর কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে কিংবা জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।
... thank you so much
see you very soon



মন্তব্যসমূহ